HAPPY NEW YEAR
আনেক
দিন পর লিখছি । কেমন আছেন সবাই ? শীতকালে চেয়ারে বসে কম্পিউটার নিয়ন্ত্রন
করাটা আনকে কষ্টের না? কমন হত যদি আপনি আপনার হাতের আন্ড্রয়েড ফোনটা দিয়ে
কম্পিউটার নিয়ন্ত্রন করতে পারতেন। আজ অপনাদেরকে এমনি এক এপ দিব যা দিয়ে
আপনি পারবনে আর এ্যাপ টির নাম MONECT এর মাধ্যমে আপনি মাউচ, কী বোর্ড,
জয়স্টিক, রেসিং হুইল, মাই কম্পিউটারে প্রবশে সহ এমন অনেক কাজ করতে পারবে।যা যা লাগবেঃ
১. কম্পিউটার
২. ব্লুটুথ / Wi-Fi
৩. এড্রয়েড ফোন
এখান থেকে ডাইনলোড করুন, এবং আনজিপ করুন।
এবার আনজিপকৃত ফোল্ডারের ভিতরে MonectHost.exe টি ওপেন করুন
এবং Allow access এ ক্লিক করুন, আপনার কম্পিউটাররে কাজ শেষ।
এবার আনজিপকৃত ফোল্ডারের ভিতরে একটি Android নামে ফোল্ডারের ভিতরে একটি A.P.K ফাইল টি মোবাইলে নিয়ে ইনষ্টল করুন, এবং ওপেন করুন।
wi-fi থাকলে IP Address দিয়ে কানেক্ট করুন, বা ব্লুটুথ এ ক্লিক করুন।
ক্লিক করার পর এমন দেখাবে এবং আপনার কম্পিউটারের নামের উপর ক্লিক করুন।
কানেক্ট হয়ে গেলে এমন দেখাবে। এখান থেকে আপনি যে কোন মুডে ব্যবহার করতে পারবেন
মাউচ প্যাড
কী বোর্ড
রেসিং হুইল
Joy stick
উপভোগ করুন অসাধারন এই এ্যাপটি। ভাল লাগল কিনা জানাবেন ।
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন