শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

Youtube এখন সচল আপনার পিসিতে!


সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি জানি এর আগে অনেক ভাইয়েরা এই বিষয়ে আনেক লেখালেখি করেছেন। এর ভিতরে আনেকটা আছে যেগুলো কাজ করে আবার বেশ কিছু আছে যেগুলো কাজ করে না। তবে আজকে আমি একটা সহজ সমাধান মূলক টিউন করছি, এর আগে যদি কোন ভাইয়েরা এটা পোস্ট করে থাকেন তাহলে আমি দুঃখিত, তবে আশা করি এটা ভাল লাগবে এবং ১০০% কাজ করবে।
 আমরা সাধারনত কোন ওয়েব ঠিকানা লেখার সময় লিখি যেমন- http://www.youtube.com । কিন্তু যখন আপনি এইভাবে ওয়েব ঠিকানা লিখে Youtube –এ প্রবেশ করতে যাবেন আপনি যেতে পারবেন না। তাহলে কি করবেন?
সমাধানঃ
 ১ম ধাপঃ- আপনি আপনার Browser টি ওপেন করুন এবং ঠিকানা লিখুন https://www.youtube.com দেখবেন Youtube ওপেন হয়ে গেছে।
 ২য় ধাপঃ-১ম ধাপে যদি কাজ না হয় তাহলে এই জিপ ফাইলটি Download করে নিন তারপর ফাইলটি আনজিপ করুন এবং ফাইলটি কপি করে C:\Windows\System32\drivers\etc এখানে পেষ্ট করুন। পেষ্ট করোর জন্য ask করবে তখন Copy and Replace এ ক্লিক করুন।
 {এটি ১০০% পরীক্ষিত, না হলে টাকা ফেরত। মজা করলাম}
তবে ১ম ধাপ অনুসরন করলেই কাজ হয়ে যাবে আশা করা যায় ।
কাজ করলে comment করবেন ।
ধন্যবাদ সবাইকে ।

কোন মন্তব্য নেই:

Save as pdf