মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

আপনার কম্পিউটার নিয়ন্ত্রন করুন মোবাইল দিয়ে।

HAPPY NEW YEAR
আনেক দিন পর লিখছি । কেমন আছেন সবাই ? শীতকালে চেয়ারে বসে কম্পিউটার নিয়ন্ত্রন করাটা আনকে কষ্টের না? কমন হত যদি আপনি আপনার হাতের আন্ড্রয়েড ফোনটা দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রন করতে পারতেন। আজ অপনাদেরকে এমনি এক এপ দিব যা দিয়ে আপনি পারবনে আর এ্যাপ টির নাম MONECT এর মাধ্যমে আপনি মাউচ, কী বোর্ড, জয়স্টিক, রেসিং হুইল, মাই কম্পিউটারে প্রবশে সহ এমন অনেক কাজ করতে পারবে।
যা যা লাগবেঃ
১.  কম্পিউটার
২. ব্লুটুথ / Wi-Fi
৩. এড্রয়েড ফোন
এখান থেকে ডাইনলোড করুন, এবং আনজিপ করুন।
এবার আনজিপকৃত ফোল্ডারের ভিতরে MonectHost.exe টি ওপেন করুন

 এবং Allow access এ ক্লিক করুন, আপনার কম্পিউটাররে কাজ শেষ।


শুক্রবার, ৫ জুলাই, ২০১৩

Walton primo তে Screenshots নিন কোন প্রকার সফটওয়ার ছাড়া!!


 কেমন আছেন সবাই অনেক দিন পর লিখছি আসলে BBA পড়া লেখার চাপ অনেক বেশিতো। আশা যাক মূল কথায় আপনি এখন আপনার Walton primo ফোন থেকে কোন প্রকার সফটওয়ার ছাড়াই Screenshots নিতে পারেন আসুন দেখা যাক কিভাবে সম্ভব-

  1. আপনার ফোনের পাওয়ার বাটন এবং নিচের ভলিয়ম বাটনটি একসাথে ১ সেকেন্ডের মত চেপে ধরুন দেখবেন Screenshots নেওয়া হয়ে গেছে।
  2. এবার Gallery তে গিয়ে Screenshots ফোল্ডার ওপেন করে দেখুন Screenshots টি পেয়ে যাবেন।

আমি এটি আমার Walton primo N1 এ করেছি আশাকরি কাজ হবে। কিন্তু Samsung galaxy y duos এ চেষ্টা করেছি কিন্তু কাজ করে নি।
আমি নিচে তিনটা  Screenshots দিলাম।


রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৩

সহজেই ড্রাইভের আইকন পরিবতর্ন করুন

আপনি কি আপনার ড্রাইভের আইকন পালটাতে চান, খুব সহজেই আপনি এটা করতে পারবেন তা আবার কোন সফটওয়ার ছাড়াই।যেভাবে করবেন-
১. প্রথমে যে আইকনটি ড্রাইভ আইকন করতে চান সেই আইকন ফাইলটি কপি করুন এবং যে ড্রাইভের আইকন পরিবতর্ন করতে চান ফাইলটি সেই ড্রাইভে পেষ্ট করুন।
 ২. এরপর Notepad Open করুন এবং লিখুন
[AutoRun]
ICON=Write your icon file name.ico
৩. আপনি যে ড্রাইভের আইকন পরিবতর্ন করতে চান ফাইলটি সেই ড্রাইভে সেভ করুন, সেভ করার সময় ফাইলের নাম লিখুন- autoran.inf এবং ফাইলটি সেভ করুন।
৪. এবার কম্পিউটারটি Restart দিন। দেখুন আপনার ড্রাইভের আইকন পরিবতর্ন হয়ে গেছে।
যারা পদ্ধত্তিটি যানে না Post টি তাঁদের জন্য। ধন্যবাদ।
Farhad Hossain
farhadhossain920@gmail.com

কম্পিউটারে সঙ্গীত চর্চা করুন ব্যান্ড সরঞ্জাম এর সাথে!

আপনি কি অপনার পিসি থেকে Acoustic Piano, Electronic Keyboard, Acoustic Guitar, Drum Set, বাজাতে চান। তৈরি করুন দারুন টিউন এবং বন্ধুদের তাক লাগিয়ে দিন নতুন নতুন টিউন তৈরি করে। আপনি এটার মাধ্যমে Acoustic Piano, Electronic Keyboard, Acoustic Guitar, Drum Set, বাজানোও শিখতে পারবেন কারন এতে সব গুলোর নোট দেওয়া আছে।সফটারটির নাম BANDZ Pro , সফটারটিতে যা কিছু আছে-
1. Acoustic Piano
2. Electronic Keyboard
3. Acoustic Guitar 1
4. Acoustic Guitar 2
5. Drum set
এটি যেভাবে ডাউনলোড করবেন।
Link:
এখানে ক্লিক করুন
ডাউনলোড করে সেটআপ করে উপভোগ করুন।
ভাল লাগলে কমেন্ট করবেন, ধন্যবাদ।

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

Windows এর লগ অন অফ এর Background Changer

আপনি কি আপনার windows এর লগ অন অফ এর Background দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন তাহলে আসুন দেখি কিভাবে আপনি এই Background  পরিবর্তণ করবেন। প্রথমে এখানে ক্লিক করুন এবং ফাইল টি ডাউনলোড করুন এবং সেট আপ করুন।
৩।  Windows 7 Log on Background Changer টি ওপেন করুন এবং পচ্ছন্দের ছবিটি চিহ্নিত করুন এবং Apply তে ক্লিক করুন।
৪। এবার Restart দিন। কাজ সম্পূর্ণ।

শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

ইউনডোজ সেভেন আলটিমেটে ড্রাইভ লক করুন,


ইউনডোজ সেভেন আলটিমেটে ড্রাইভ লক করুন,

সবাই কে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন, আশাকরি ভাল লাগবে। অপনার কম্পিউটারে অবশ্যয় কিছু গুরুত্বপূর্ণ অথবা গোপনীয় কিছু ফাইল বা ডকুমেট আছে যা আপনি কারো সাথে সেয়ার বা দেখাতে চান না। সেজন্য আপনকে আপনার সেই ড্রাইভ টি লক করে রাখতে হবে, কিন্তু কিভাবে করবেন চলুন দেখা যাক-
এর জন্য কোন সফটওয়ার লাগবে না
  1. প্রথমে যে ড্রাইভটি লক করবেন সেটি নির্দিষ্ট করুন এবং তার উপর রাইট বাটনে ক্লিক করুন।
  2. তার পর অপশন থেকে Turn on BitLocker  অপশনে ক্লিক করুন।
  3. Use a password to unlock the drive এ টিক দিন এবং ৮ সংখ্যার একটি
Password দিন এবং পুনরাই password-টি দিন এবং Next এ ক্লিক করুন।
4.     এবার BitLocker Recovery Key সংরক্ষন করতে হবে।এবং Next এ ক্লিক করুন।
  1. এবার Start Encryption ক্লিক করুন।
  2. এখন একটি নতুন ইউন্ড আসবে এখানে অপনার কত শতাংশ Encryption হয়েছে সেটা দেখাবে কমপ্লিট হয়ে গেলে ক্লোজ করে কম্পিটিউটারটি Restart দিন।
  3. দেখুন অপনার ড্রাইভটি লক হয়ে গেছে, এবার password টি দিন এবং ড্রাইভে প্রবেশ করুন।


টিউনটি পচ্ছন্দ হলে কমেন্ট করতে ভূলবেন না। ধন্যবাদ সবাইকে।
Farhad Hossain
farhadhossain920@gmail.com

Youtube এখন সচল আপনার পিসিতে!


সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি জানি এর আগে অনেক ভাইয়েরা এই বিষয়ে আনেক লেখালেখি করেছেন। এর ভিতরে আনেকটা আছে যেগুলো কাজ করে আবার বেশ কিছু আছে যেগুলো কাজ করে না। তবে আজকে আমি একটা সহজ সমাধান মূলক টিউন করছি, এর আগে যদি কোন ভাইয়েরা এটা পোস্ট করে থাকেন তাহলে আমি দুঃখিত, তবে আশা করি এটা ভাল লাগবে এবং ১০০% কাজ করবে।
 আমরা সাধারনত কোন ওয়েব ঠিকানা লেখার সময় লিখি যেমন- http://www.youtube.com । কিন্তু যখন আপনি এইভাবে ওয়েব ঠিকানা লিখে Youtube –এ প্রবেশ করতে যাবেন আপনি যেতে পারবেন না। তাহলে কি করবেন?
সমাধানঃ
 ১ম ধাপঃ- আপনি আপনার Browser টি ওপেন করুন এবং ঠিকানা লিখুন https://www.youtube.com দেখবেন Youtube ওপেন হয়ে গেছে।
 ২য় ধাপঃ-১ম ধাপে যদি কাজ না হয় তাহলে এই জিপ ফাইলটি Download করে নিন তারপর ফাইলটি আনজিপ করুন এবং ফাইলটি কপি করে C:\Windows\System32\drivers\etc এখানে পেষ্ট করুন। পেষ্ট করোর জন্য ask করবে তখন Copy and Replace এ ক্লিক করুন।
 {এটি ১০০% পরীক্ষিত, না হলে টাকা ফেরত। মজা করলাম}
তবে ১ম ধাপ অনুসরন করলেই কাজ হয়ে যাবে আশা করা যায় ।
কাজ করলে comment করবেন ।
ধন্যবাদ সবাইকে ।

Save as pdf